Class Seven Coaching
Class Seven Coaching

 jvBwmqvg †KvwPs †m›Uvi

(Kw¤cDUvi BwÄwbqvi Ges GgGmwm BwÄwbqvwis wk¶v_©x Øviv cwiPvwjZ)

Knowledge Is Power                                       cix¶vi welq: evsjv‡`k I wek¦cwiwPwZ  †kªYxt 7g ZvwiLt 30/10/2015

  

সৃজনশীল প্রশ্ন – ৬০

১। আয়েশা বাবা মায়ের একমাত্র সন্তান । আয়েশার সাথে স্বপ্ন-র বিয়েতে নাসিমার বাবা মা কিছু মুল্যবান উপহারসামগ্রী ও ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা দিতে চাইলে, স্বপ্ন সেগুলো নিতে রাজি হননি । বরং তিনি তাদেরকে বুঝিয়ে বললেন যা, একজন সচেতন মানুষ হিসেবে এগুলো গ্রহন করা কিংবা এই কুপ্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব । আয়েশার বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারলেন ।

ক. দারিদ্র বাংলাদেশের কোন ধরণের সমস্যা?

খ. কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যক্ষা করো ।

গ. আয়েশার বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাকে ইংগিত করে? ব্যাখ্যা করো ।

ঘ. অনুচ্ছেদে উল্লেখিত প্রথাটির প্রতিরোধে কি পদক্ষেপ গ্রহন করা যায়? তোমার মতামত দাও ।

 

২। তমা ও তপুর বাবা গরীব কৃষক । তারা জমজ ভাই-বোন । তমার বিয়ের সময় শ্বশুরবাড়ির পক্ষের চাপে অনেক অর্থ সম্পদ দিতে হয়েছিল । আবার তপুর বিয়ের সময় তপুর বাবা অনেক অর্থসম্পদ দাবি করে । যদিও তপু এতে রাজি ছিল না । তার বাবা বললেন, তমার বিয়ের সময় আমি দিয়েছি এখন নেব। আমি কি শুধুই দিয়ে যাবো? নেব না ?

ক. আমাদের দেশে অন্যতম সামাজিক সমস্যা কোনটি?

খ. বিয়ের পর দাম্পত্য কলহের অন্যতম কারণ কি?

গ. তমার বিয়েতে তার বাবা কি দিয়েছেন? প্রাচীন পৃথিবীতে এই প্রথাটির অবস্থান ব্যাখ্যা করো ।

ঘ. “তমা ও তপু”র বাবার দৃষ্টিভঙ্গী সামাজিক সমস্যার অন্যতম কারণ – ব্যাখ্যা করো ।

 

৩। সৈয়দ মীর তালহা জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায় । দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা । দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ ।

ক. মালয়েশিয়ার রাজধানীর নাম কি?

খ. বহুজাতি দেশ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো ।

গ. সৈয়দ মীর তালহা জুবায়েদ- এর ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো ।

 

৪। ঘটনা – ১ জনাব সাফিউল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে গিয়েছেন । সমুদ্রবেষ্টিত দেশটির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম । দেশটি দ্বীপ প্রধান হলেও চারটি দ্বীপই অর্থনীতির ক্ষেত্রে মূল ভুমিকা রাখছে ।

ঘতনা-২ জনাব কবির দীর্ঘদিন যাবত পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আছেনদেশটি পৃথিবীর মধ্যে সর্বাধিক জনবহুল দেশ হলেও সমৃদ্ধ ।

ক. পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি?

খ. ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো ।

গ. জনাব সাফিউলের বেড়াতে যাওয়া দেশটির জলবায়ু কেমন? বর্ণনা করো ।

ঘ. ঘটনা – ১ ও ঘটনা – ২ এর দেশ দুটির অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করো ।

৫। আঞ্চলিক সংস্থার কিছু তথ্যঃ

সংস্থার নাম

প্রধান কার্যালয়

সর্বশেষ সদস্য

বর্তমান সদস্য

ক.

জাকার্তা

কম্বোডিয়া

১০

খ.

কাঠমুণ্ডু

আফগানিস্তান

০৮

গ.

ব্যাংকক

·        নেপাল

·        ভুটান

০৬

ক. ভারতের রাজধানীর নাম কি?

খ. আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা বর্ণনা করো ।

গ. “ক” ও “গ” সংস্থার লক্ষ্য একই – ব্যাখ্যা করো ।

ঘ. “খ” সংস্থাটির সদস্য হিসেবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণে সংস্থার সকল রাষ্ট্রের সহযোগিতা লাভ করবে” – উক্তিটি বিশ্লেষণ করো ।  

 

৬। সম্প্রতি পূর্ব ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা গঠন করে । সংস্থাটি মুলত কয়েকটি ক্ষেত্রে, সহযোগিতার লক্ষ্য নিয়ে গঠিত হয় । ক্ষেত্রগুলো হলো – (১) সামাজিক (২) অর্থনৈতিক (৩) সাংস্কৃতিক (৪) বৈজ্ঞানিক (৫) কারিগরি (৬) সন্ত্রাসবাদী তৎপরতা রোধ এবং (৭) বিভিন্ন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা করা ।

ক. ২০০৫ সালে কোন দেশ সার্কভুক্ত হয় ?

খ. বিশ্বব্যাপী বিভিন্ন দেশের জোট গড়ে উঠার কারণ বর্ণনা করো ।

গ. অনুচ্ছেদে বর্ণিত সংস্থাটির ১ থেকে ৫ পর্যন্ত ক্ষেত্রগুলো তোমার পঠিত কোন সংস্থার অনুরূপ? ব্যাখ্যা করো ।

ঘ. “৭ নম্বর ক্ষেত্রটি বিমসটেক গঠনের একমাত্র লক্ষ্য” – উক্তিটির পক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো ।

বহুনির্বাচনী প্রশ্ন - ৪০

১। কোথায় বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেতো ? (স্পারটা/প্রাচীন রোমে / প্রাচীন চীনে/ প্রাচীন বাংলায়)

২। যৌতুকের কারণে বাংলাদেশের নারীরা সমাজে যে সকল সমস্যার মুখোমুখি হয় – আছমা বেগম সেগুলোর শিকার । পরিবার থেকে তিনি কি পেয়েছেন? (স্বামীর ভালোবাসা/সুখী জীবনের নিশ্চয়তা/অবাধ স্বাধীনতা / পারিবারিক নিগ্রহ)

৩। মালার বিয়ের সময় বরপক্ষের দাবির কারণে তার বাবা তার শ্বশুর বাড়ির লোকদের নগদ দেড় লক্ষ টাকা দিয়েছেন । তার বাবার দেওয়া এই অর্থ – (একটি সহযোগিতা/যৌতুক/কুপ্রথা / কুপ্রথা ও যৌতুক)

৪। সবাই মিলে কি গড়ে তুললে যৌতুক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ? (যৌতুক বিরোধী আন্দোলন / যৌতুক বিরোধী সংগঠন / যৌতুক বিরোধী সচেনতা/যৌতুক বিরোধী আইন)

বাংলাদেশের পরিবার ও সমাজজীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে কোনটি ? (যৌতুক প্রথা/কিশোর অপরাধ/ভিক্ষাবৃত্তি/কুসংস্কার)

৬। বাংলাদেশের সমাজ জীবনে সমস্যার সমাধানের জন্যে প্রয়োজন – (প্রতিরোধ ও প্রতিকার/প্রতিরোধ/প্রতিকার/সাহায্য)

৭। বাংলাদেশের সামাজিক সমস্যা সমাধানের জন্যে উপায় হলো –  (সামাজিক আন্দোলন গড়ে তোলা/সামাজিক নিরাপত্তা বাড়ানো)

৮। আখির বিয়ের পর তার স্বামী তার বাবার বাড়ি থেকে দুই লক্ষ টাকা দাবি করে । এতে তার শাস্তি হয় ৪ বছরের সশ্রম কারাদণ্ড । কত সালের আইন অনুসারে আখির স্বামীর শাস্তি হয়েছে? (১৯৮০/১৯৮৩/১৯৮৬/১৯৮৮)

৯। ভারতের আয়তন কত ? (৩২ লক্ষ ৮৭ হাজার বর্গমিটার/  ৩২ লক্ষ ৮০ হাজার বর্গমিটার/৩৪ লক্ষ ৮৭ হাজার বর্গমিটার/৩৫ লক্ষ ৯০ হাজার বর্গমিটার)

১০। ভারতের শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে? (৩০/৫০/৭০/৮০)

১১। ভারতে কতভাগ লোক কৃষিজীবী? (৪০/৬৫/৭০/৭৫)

১২। চীনের দক্ষিনে কি রয়েছে? (রাশিয়া/হিমালয়/প্রশান্ত মহাসাগর/মঙ্গোলিয়া)

১৩। বাংলাদেশের সমাজজীবনের সমস্যা হলো – (দাম্পত্য কলহ/নিরক্ষরতা/যৌতুক প্রথা/সবগুলো)

১৪। যৌতুকের কারণে বিবাহিত নারীর জীবনে ঘটে – (অত্যাচার/বিবাহ বিচ্ছেদ/ভালোবাসা/অত্যাচার ও বিবাহবিচ্ছেদ)

১৫। চীনের জনসংখ্যার শতকরা কতভাগ হান চাইনিজ বংশোদ্ভূত? (৮০/৯০/৯৫/৯৯ ভাগ)

১৬। চীনের বনভূমিতে উন্নত প্রজাতির উদ্ভিদের সংখ্যা কত ? (৩০ হাজারের বেশি/৩২ হাজারের বেশি/৩৫ হাজারের বেশি/৩৭ হাজারের বেশি)

১৭। চীনে কয় প্রজাতির পাখি রয়েছে? (সাড়ে সাতশ/সাড়ে নয়শ/সাড়ে এগারো শ/ সাড়ে বার শ)

১৮। যৌতুকের জন্যই বিয়ের পর ঘটছে – (দাম্পত্য কলহ/সুখের সংসার/স্ত্রী হত্যা/দাম্পত্য কলহ ও স্ত্রী হত্যা)

১৯। জাপান, মালয়েশিয়া, চীন , ভারত – এগুলো এশিয়ার দেশ । বাংলাদেশের সাস্থে এই দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । এগুলোর মাঝে কোন দেশটি বাংলাদেশের সবচেয়ে নিকটে? (জাপান/মালয়েশিয়া/ভারত/কোরিয়া)

২০। কোন দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তিই শিল্প? (চীন/জাপান/ভারত/কোরিয়া)

২১। জাপানি ভাষায় কথা বলে শতকরা কতভাগ মানুষ? (৯০/৮৫/৯৯/১০০ ভাগ)

স্বপ্ন, প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে এশিয়ার মধ্য-দক্ষিনের একটি দেশে যায় । এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র । প্রাচীন সভ্যতার নিদর্শন ছাড়াও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার ।

২২। স্বপ্ন কোন দেশে গিয়েছিল? (ভারত/চীন/জাপান/কোরিয়া)

২৩। এ দেশটির দর্শনীয় স্থানগুলো হলো – (হিমালয় পর্বতমালা/আগ্রার তাজমহল /আইফেল টাওয়ার/সবগুলো )

২৪। এ দেশটি সম্পর্কে বলা যায় – (বাংলাদেশের প্রতিবেশি/আসিয়ানের সদস্য/সার্কের সদস্য/বাংলাদেশের প্রতিবেশি ও সার্কের সদস্য)

২৫। জাপানে বাধ্যতামূলক শিক্ষায় ছেলেমেয়েদের বয়সসীমা কত ? (৬-১৫ বছর/৮-১৬ বছর/৭-১২ বছর/৫-২৫ বছর)

২৬। মালয়েশিয়া কি প্রধান দেশ ? (শিল্প/বস্ত্র/কৃষি/মৎস্য)

২৭। ভারত দক্ষিণ এশিয়ার একটি – (বৃহৎ রাষ্ট্র / শক্তিশালী রাষ্ট্র/কম জনসংখ্যার রাষ্ট্র/কোনটিই নয়)

২৮। বর্তমানে ভারত এগিয়ে আছে – (রাসায়নিক দ্রব্য তৈরিতে/গাড়ি তৈরিতে/তৈরি পোশাক শিল্পে/রাসায়নিক দ্রব্য ও গাড়ি তৈরিতে)

২৯। মালয়েশিয়া শতকরা  কত ভাগের বেশি মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল? (৪৫/৫০/৫৫/৫৯)

৩০। বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে, চীন, জাপান, মালয়েশিয়া, ও ভারতের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে । এর মাঝে একটি দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়এ দেশটির বৈশিষ্ট্য কোনটি?

৩১। ভৌগলিকভাবে যে দেশের মধ্যখানে চীনের অবস্থান, তা হলো – (ভারত ও রাশিয়া/বাংলাদেশ/ভারত/রাশিয়া)

৩২। রুমেলের বাবা একজন প্রবাসী । মালয় উপদ্বীপ, ব্রিটিশ, সিংগাপুর এবং বরনিওর উত্তর ও উত্তর পশ্চিমাংশ নিয়ে যে দেশ গঠিত, তিনি সে দেশে শ্রমিক হিসেবে কাজ করেন । এ দেশটির বৈশিষ্ট্য কোনটি?

৩৩। জাপানের দ্বীপ হলো – (হনসু/বরনিওর/খুশু/হনসু ও খুশু)

৩৪। জাপানের কৃষিপণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো – (আঙুর ও আপেল/আঙ্গুর/আপেল/পাট)

৩৫। ভারতকে পৃথিবীর অন্যতম কি দেশ বলা হয়? (প্রাচীন/চিত্রকর্মের / সূর্যোদয়ের / বরফঢাকা)

৩৬। ভারতে রাজধানীর নাম কি? (ইসলামাবাদ / কুয়ালালামপুর/ইপো / নয়াদিল্লী)

৩৭। মালয়েশিয়ার ভু-প্রকৃতি কেমন? (সভ্যতাসমৃদ্ধ/বৈচিত্র্যপূর্ণ/ঘনবসতিপুরন/চারদিকে জলাভূমি)

৩৮। আসিয়ান কয়টি দেশ নিয়ে গঠিত হয় ? (১০/১১/১২/১৩)

৩৯। বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? (৫/৬/৭/৮)

৪০। নিচের কোন সংস্থাটি দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত ? (কমনওয়েলথ/জি-৮/ন্যাম/বিমসটেক)

       

 jvBwmqvg †KvwPs †m›Uvi

(Kw¤cDUvi BwÄwbqvi Ges GgGmwm BwÄwbqvwis wk¶v_©x Øviv cwiPvwjZ)

                                            cix¶vi welq: MwYZ (3q Aa¨vq) †kªYxt 7g ZvwiLt 26/10/2015

  


১। নাঈম একজন চাকুরীজীবী । তার মাসিক মূল বেতন ২২২৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ বিশ হাজারে আয়কর শূন্য টাকা । পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা ।

ক. নাঈমের বার্ষিক আয় কত ?                                           

খ. তার করযোগ্য টাকার পরিমাণ কত? কর বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে?                                        

গ. তার সম্পূর্ণ আয়ের শতকরা কত টাকা তাকে আয়কর দিতে হবে?                                                      

 

২। এক কেজি আলুর বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের  অংশের সমান । এবং ১ কেজি আলুর ক্রয়মূল্য ১৬ টাকা হলে,

ক. প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য কত?                               

খ. আলুর লাভ অথবা ক্ষতির হার নির্ণয় করো ।                   

গ. ২০ টাকা কেজি দরে আলু ক্রয় করে উক্ত হারে বিক্রয় করলে প্রতি বস্তা আলুর বিক্রয়মূল্য নির্ণয় করো । (এক বস্তায় ৫০ কেজি আলু ধরে)                                         

 

কল্লোল সপ্তম শ্রেণীর ছাত্র । তার বাবা তাকে নদীমাতৃক বাংলাদেশ দেখানোর জন্য গ্রীষ্মকালীন ছুটিতে নৌকা ভ্রমণে নিয়ে গেলেন । তাদের নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কি.মি. যেতে পারে । স্রোতের প্রতিকুলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে ।

ক. স্রোতের প্রতিকুলে নৌকার কার্যকরী গতিবেগ কত?        

খ. স্রোতের বেগ এবং স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত?                                                     

গ. স্রোতের অনুকূলে ৫০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?                                                     

 

৪। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মি. এবং প্রস্থ ৬০ মিটার । বাগানের বাইরে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে । একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ । প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয় ।

 

ক. ৮০ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়গ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?                                       

খ. প্রতি বর্গমিটারে ৬০ টাকা হিসেবে ঐ রাস্তায় ঘাস লাগাতে মোট কত খরচ হবে?                                                  

গ. ঘরটির পরিসীমা নির্ণয় করো ।                                        

 

৫। একটি কারখানায় দৈনিক ১০০০ টি রড তৈরি করা হয় । প্রতিটি রডের দৈর্ঘ্য ১৫৭.৪৮ ইঞ্চি ।

 

ক. প্রতিদিন কত মিটার রড তৈরি করা হয় ?                     

খ. প্রতি মিটার রডের ওজন ২.২৫ কেজি হলে প্রতি মাসে কত কেজি রড তৈরি হয়?                                                            

গ. এক কুইন্টাল রড তৈরি করতে ২৫.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয় । তাহলে, মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে ?            

৬। চিত্রে ABCD একটি আয়তাকার জমি যার ক্ষেত্রফল ৪৪৫৯২০০ বর্গসেন্টিমিটার । এর দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ । AB কে সমান তিনভাগে ভাগ করে তিনটি বর্গাকার জমি পাওয়া গেল ।

 

      D                                                                                           C

 

 

 

 

     A                                                                                          B

              

ক. জমিটির ক্ষেত্রফলকে বর্গফুটে প্রকাশ করো ।               

খ. বর্গাকার জমির প্রত্যেক বাবুর পরিমাণ নির্ণয় করো ।       

গ. আয়তাকার জমির চারদিকে কাঁটাতারের বেড়া দিতে কত ইঞ্চি কাঁটাতার বেড়ার প্রয়োজন হবে?                                   

 

৭। একটি সামন্তরিক ক্ষেত্রের ভুমি ৯০ গজ এবং উচ্চতা ১৮০০ ইঞ্চি ।

 

ক. সামন্তরিক ক্ষেত্রের উচ্চতাকে ফুটে প্রকাশ করো       

খ. সামন্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল গজে নির্ণয় করো ।                  

গ. প্রতিটি ২ গজ বর্গাকার পাথর দিয়ে ক্ষেত্রটির মেঝে পাথর বসাতে কতটি পাথর লাগবে ?                                   

 

৮। চতুর্দিকে রাস্তাসহ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৭০ মিটার ও প্রস্থ ৩০ মিটার । রাস্তাটি ৩ মিটার চওড়া ।

 

ক. রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য কত ?                                       

খ. রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো । 

গ. রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো ।                             

 

৯। একটি ত্রিভুজের ভুমি উচ্চতার ৫.১২ গুণ ।

 

ক. ভুমি ১২০ মিটার ৮০০ সেমি হলে উচ্চতা কত মিটার?     

খ. ত্রিভুজটির ভুমি উচ্চতায় এবং উচ্চতা ভুমিতে পরিবর্তিত হলে, ত্রিভুজটির খেত্রফলের মানের কি কোন পরিবর্তন সাধিত হয়?                                                                                

গ. ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত ?                                  

 

১০। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার ।

 

ক. আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার হলে ক্ষেত্রফলকে X এর মাধ্যমে প্রকাশ করো ।                                     

খ. আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো ।                    

গ. প্রতিটি ৪০ সেমি বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে ?                           

 

১১। একটি ত্রিভুজাকৃতি জমিতে প্রতি বর্গমিটারে ৮.৫০ টাকা হারে মত ৭৬৫০ টাকার ঘাস লাগানো হলো । ত্রিভুজটির উচ্চতা ভূমির দ্বিগুণ ।

ক. ত্রিভুজটির ক্ষেত্র কত ?                              

খ. ত্রিভুজটির উচ্চতা নির্ণয় কর।                                

গ. ত্রিভুজটির উচ্চতার সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের ভিতরে চতুর্দিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো ।                                        

 

১২। ৬০ মিটার পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। একটি সামন্তরিকের ক্ষেত্রফল উক্ত আয়তাকার জমির খেত্রফলের অর্ধেক ।

ক. উদ্দীপকে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো ।          

খ. সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত ?                           

গ. আয়তাকার জমির বাহিরে চারপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে । প্রতি বর্গমিটারে ৫০ টাকা দরে ঘাস লাগাতে রাস্তাটিতে কি পরিমাণ টাকা লাগবে?                                

 

১৩। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে, এক কিলোমিটার হাঁটা হয়

ক. ৩ কে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো ।         

খ. আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো ।                

গ. যদি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার এবং বাগানের ভিতরে ৪ মিটার চওড়া একটি রাস্তা থাকে তবে, রাস্তার ক্ষেত্রফল কত হবে?                              

 

১৪। একটি বিদ্যালয়ের হল ঘরে ৪ টি দরজা ও ৮ টি জানালা আছে। প্রত্যেক দরজা ২.৫ মিটার লম্বা এবং ১.৫ মিটার চওড়া, প্রত্যেক জানালা ২ মিটার লম্বা ও ১.৫ মিটার চওড়া ।

ক. প্রত্যেক দরজার ক্ষেত্রফল নির্ণয় করো ।                          

খ. জানালাগুলোর মোট ক্ষেত্রফল কত ?                              

গ. ঐ হল ঘরের দরজা জানালা তৈরি করতে প্রতিটি ৫ মিটার দৈর্ঘ্য ও ০.৬০ মিটার প্রস্থের কতটি তক্তা লাগবে?                 

 

১৫। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুন । এবং অন্য একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি । প্রতিটি ঘরে প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে কারপেত দিয়ে মুড়তে মোট ৩৬০ টাকা ব্যয় হয় ।

 

ক. প্রথম ঘরটির প্রস্থ y মিটার হলে, এর ক্ষেত্রফল y এর মাধ্যমে, প্রকাশ করো ।                                  

খ. প্রথম ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ।                    

গ. দ্বিতীয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ।                  

 

১৬। একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ, ঘরের মেঝে কারপেত দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয় ।

ক. ঘরটির দৈর্ঘ্য ‘৩ক’ মিটার হলে এর বিস্তার ‘ক’ এর মাধ্যমে, প্রকাশ করো ।                                                  

খ. প্রতি বর্গমিটারে খরচ ৭.৫০ টাকা হলে, ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো ।                                        

গ. ঘরটির প্রকৃত দৈর্ঘ্য ও বিস্তার নির্ণয় করো ।                     

 

১৭। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রথম ৪০ মিটার ।

ক. বাগানের চারদিকে দড়ি দিয়ে ঘিরতে কতটুকু দড়ি প্রয়োজন ?                                                                   

খ. বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো ।                                             

গ. রাস্তাটি যদি বাগানের ভিতরে হতো তবে, প্রতি বর্গমিটার ৫ টাকা হিসাবে রাস্তায় ঘাস লাগাতে কত টাকা লাগতো ।          

 

                 

 ১৮। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার । পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার । প্রতিটি ৪০ সে.মি. বর্গাকার পাথর দিয়ে পাড় বাঁধাই করা হলো ।

 

ক. পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ কত?                           

খ. পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?                                      

গ. মোট পাথরের সংখ্যা নির্ণয় করো ।                                

 

১৯। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে ১ কিলোমিটার হাঁটা হয় ।

 

ক. প্রস্থ ক হলে, দৈর্ঘ্য ক এর মাধ্যমে প্রকাশ করো ।          

খ. জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ।                                

গ. প্রতি বর্গকিলোমিটারে ১ কেজি ৫০০ গ্রাম ধান উৎপন্ন হলে, জমিটিতে কত কেজি ধান উৎপন্ন হবে ?                                       

 

২০। একটি স্তম্ভ তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ । স্তম্ভটির প্রস্থ ১০০০ মিলিমিটার ।

 

ক. স্তম্ভটির দৈর্ঘ্য কত মিটার হবে ?                    

খ. প্রতি ১০০ বর্গ সেন্টিমিটার স্তম্ভ তৈরিতে ৫০০ গ্রাম সিমেন্ট লাগলে, স্তম্ভটি তৈরি করতে কত কেজি সিমেন্ট লাগবে?        

গ. প্রতি বস্তা সিমেন্টের দাম ৮৩৫ টাকা হলে, স্তম্ভ তৈরি করতে সিমেন্ট বাবদ কত খরচ হবে ? (১ বস্তায় ৫০ কেজি সিমেন্ট ধরে)                                                                                       

 

 
Today, there have been 5574 visitors (8285 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free